তোমার কথা;
ভেজা ঠোঁট একান্তই তোমার,
কিন্তু নীরবতার সবটাই আমার।
তোমার চোখ;
তোমার দৃষ্টি একান্তই তোমার,
আর ভাঙাচোরা স্বপ্নরা আমার।
তোমার হাত;
আর আঙুলও শুধুই তোমার,
তবে হাতে হাত রাখাটা আমার।
তোমার হৃদয়;
হৃদয়ের রক্তক্ষরণও তোমার,
কিন্তু হৃদয়ের ঘন্টাধ্বনি আমার;
আর ভালোবাসা সেও শুধুই আমার।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
চমৎকার কবি কাজী জুবেরি মোস্তাক। শব্দনীড়ে আপনাকে অনিয়মিত দেখি।
loading...
আপনার মূল্যবান মন্তব্য পেয়ে আমি অনুপ্রাণিত। জ্বী জনাব একটু ব্যাস্ত ছিলাম
loading...
অত্যন্ত রোমান্টিক লেখা ।পড়ে রোমাঞ্চিত হল মন
loading...
বেশ অন্যরকম মনে হলো কবি দা
loading...